04/21/2025 রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে যে কোন ত্যাগ করতে প্রস্তুত সম্রাট
Mahbubur Rohman Polash
২১ নভেম্বর ২০১৮ ০০:০৩
১৯ শে তারিখ এস এ টিভিতে একান্ত সাক্ষাৎকারে সম্রাট বলেন
রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যারা স্বাধীনতার বিরোধী যারা '৭৫ এর খুনি, '৭১ এর খুনি এবং বিভিন্নভাবে ষড়োযন্ত্র করেছে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার জন্য, তারা সবাই ঐক্যবদ্ধ তারা কিন্তু ধানের শিষ প্রতিকে নির্বাচনটা করবে। আর সেক্ষেত্রে আমাদের দাবি যারা জোটে রয়েছে তারা কিন্তু সে জিনিসটা লক্ষ করবে যে, ধানের শিষের সাথে জয় লাভ করতে হলে নৌকা ছারা কিন্তু বিকল্প নাই। এক্ষেত্রে আমি এটাই বলব যে জোটে যারা যেখান থেকে নমিনেশন পাবে তৃণমুলের কর্মীরা রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য ঝাপিয়ে পড়বে। এবং বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে , বাংলাদেশের যুব সমাজের জন্য আগামী প্রজন্মের জন্য রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যে কাজগুলি করেছে এবং আগামীতে আরো যা কিছু করার ভবিষ্যত পরিকল্পনা রয়েছে সে কাজগুলি বাস্থব করার জন্য নতুন ভোটার যারা তাদের কাছে উদাত্ত আহব্বান রাখব যে তারা যেন নৌকা প্রতিকে ভোট দেয়
রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে অসমাপ্ত কাজ গুলো সম্পূর্ণ করতে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে। আর শেখ হাসিনার প্রতিক , স্বাধীনতার প্রতিক, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে জয়লাভ করাতে সবাই নৌকাকেই ভোট দিবে। আর মহাজোটের যে যেখানে কেন্ডিডেট হবে আমি যেটা মনে করি দলিয় সিদ্ধান্ত অনুযায়ী সবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করা উচিত। গতবার ৩০০ আসনে যেসব প্রার্থী দেওয়া হয়েছিল, এবার সেটা গোপনে অগ্রসর হচ্ছে, আমি মনে করি যে এটা খুবি ভালো দিক। এবং আজ কালের মধ্যে সিদ্ধান্ত হবে প্রতিক নিয়ে আমরা যুব সমাজের জোরালো দাবি থাকবে মহাজোট সবাই নৌকা প্রতিকে নির্বাচন করুক।