04/21/2025 ব্রিলিয়ান্ট অফিসারদের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিএনপি- ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
২৪ নভেম্বর ২০১৮ ২০:৫১
নিজস্ব প্রতিনিধি:সরকারি ব্রিলিয়ান্ট দেশপ্রেমিক অফিসারদের বিরুদ্ধে নানা আজগুবি-বানোয়াট মিথ্যাচার করছে বিএনপি। এটা তাদের ঘৃণ্য মতলব।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের ব্রিলিয়ান্ট ও দেশপ্রেমিক অফিসারদের বিরুদ্ধে বিএনপি নানা আজগুবি-বানোয়াট মিথ্যাচার করেছে। তারা ইসিতে চিঠি দিয়েছে। মিথ্যাচার করে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে দিয়ে তারা একটা অকার্যকর ব্যবস্থা চালু করতে চায়; যাতে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। যতই দিন যাচ্ছে, নির্বাচনকে সামনে রেখে ততই তাদের এ ঘৃণ্য মতলব পরিষ্কার হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ইভিএম লেটেস্ট হলেও যেহেতু আমাদের এক্সপার্টাইজ নেই, সেহেতু আমরাও এর সীমিত আকারে ব্যবহারের পক্ষপাতী। ইসিও সীমিত আকারেই ব্যবহার করছে।
তিনি বলেন, বিএনপি যেভাবে অপপ্রচার করেছে, সেটা অযৌক্তিক প্রমাণ হয়েছে ইসির সিদ্ধান্তে।
জোটের উইনেবল ও ইলেক্টেবল মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান কাদের।