04/18/2025 জঙ্গি সন্দেহে পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ আটক ৭
Mahbubur Rohman Polash
২৬ নভেম্বর ২০১৮ ১৪:৫৬
স্টাফ রিপোর্টার: জঙ্গি সন্দেহে রেডিক্যাল গ্রুপের আমিরসহ ৮ জনকে আটক করেছে র্যাব। রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞ, ইংলিশ মাধ্যম স্কুলের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর সাবেক শিক্ষার্থী রয়েছে।
রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন র্যাব জানায়, রোববার (২৫ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়।
এ গ্রুপটি তরুণদের বিভ্ন্নিভাবে প্রভাবিত করে নিজেদের দলে নেয়ার চেষ্টা করেছে বলে দাবি র্যাবের।