04/21/2025 এমপি হওয়ার চেয়ে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হওয়া সৌভাগ্যের। "যুব বন্ধু"
Mahbubur Rohman Polash
২৬ নভেম্বর ২০১৮ ২২:২৯
''আমরা এমপি হতে পারলাম কি পারলাম সেটা বড় কথা নয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দেবেন আমরা তারপক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এমপি হওয়ার চেয়ে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হওয়ার সৌভাগ্যের। আর শেখ হাসিনা নিবেদিত কর্মী হওয়া অনেক গর্বের।''
সোমবার দুপুরে কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে মনে রাখতে হবে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে দেশ নিরাপদ, আমরা নিরাপদে চলাচল করতে পারি। কোন কারণে স্বাধীণতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলে দেশ নিরাপদ থাকবে না। আমরাও শান্তিতে ঘুমাতে পারবো না। কাজেই ব্যক্তি হিসেবে আমি এমপি হতে পারলাম কি পারলাম না, সেটা বড় কথা নয়। তিনি বলেন, নেত্রী যাকেই নৌকা দেবেন আমরা তার পক্ষেই কাজ করবো। অতীতের মতো এবারও প্রতিটি আসনে নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।