04/21/2025 ইরাকে আকস্মিক বন্যায় কমপক্ষে নিহত ২১
Mahbubur Rohman Polash
২৭ নভেম্বর ২০১৮ ০৩:১৪
ইরাকে আকস্মিক বন্যায় গত দুই দিনে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়ছেন কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। এদের মধ্যে অনেকে পানিতে ডুবে মারা গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কেউ বন্যায় ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।
এছাড়া বন্যায় অন্তত ১৮০ জন লোক গুরুতর আহত হয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ এই বন্যা দেখা দেয়।
দেশটির তরফ থেকে জানানো হয়, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।-বার্তা সংস্থা এএফপি