04/24/2025 রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার
Mahbubur Rohman Polash
২৯ নভেম্বর ২০১৮ ১৯:৫২
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আজ (বৃহস্পতিবার) বিকালে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন মিলার। রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসে পৌঁছান।
এসময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাও করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। আর্ল রবার্ট মিলারের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এর আগে মিলার আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূত, দক্ষিণ আফ্রিকায় মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ও ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সদ্য বিদায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন মিলার।