04/24/2025 চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
Mahbubur Rohman Polash
২ ডিসেম্বর ২০১৮ ১৭:০৫
আর কে আকাশ, পাবনা থেকে : পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে হানুফা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হানুফা উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মাঠপাড়া গ্রামের মানিক হোসেনের স্ত্রী। ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কয়েকদিন ধরে উঠানে ফ্যানে ধান উড়াচ্ছিলেন।
রোববার (০২ ডিসেম্বর) সকালে ফ্যানের সুইচ অন করতে গেলে অসাবধনতাবশত বিদ্যুৎতায়িত হন হানুফা বেগম। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।