04/21/2025 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী যুবলীগ সভাপতির স্বাগতিক আসনে নৌকার বিজয় শেখ হাসিনার ভ্যানগার্ড যুববন্ধু সম্রাটের দ্বায়িত্ব-মেনন
Mahbubur Rohman Polash
২ ডিসেম্বর ২০১৮ ২৩:০৫
স্টাফ রিপোর্টার: আজ ঢাকা-৮ আসনের মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নৌকা দিয়ে বরণ করে নিলেন মনোনয়ন প্রর্থী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
ইসমাইল চেধৈুরী সম্রাটের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাজোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক রেজাউল করিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।
মতিঝিল থানা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সা: সম্পাদক টিপু, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তবা জামান পপি, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সা: সম্পাদক আলহাজ্জ একেএম মোমিনুল হক সাইদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার হোসেন সান্টু, আনোয়ার হোসেন মোনা, মাহবুবুর রহমান পলাশ, আলী আকবর বাবুল, আরমান ইসলাম, আরমান হক আরমান, খোরশেদ আলম মাসুদ, মোরছালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকছুদুর রহমান, মুক্তিযোদ্ধা সম্পাদক গোফরান গাজীসহ আরো অনেকে।
সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সম্রাটের আমন্ত্রণে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মেনন। এসময় তিনি নৌকা তুলে দিয়ে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনাকে মহাজোটের প্রার্থী করেছেন। কাজেই আমরা যুবলীগের প্রত্যেক নেতাকর্মী আপনাকে বিজয়ী করতে মাঠে থাকবো। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করবো।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। কিন্তু এ আসনটিতে আওয়ামী লীগ কাউকে চিঠি দেয়নি। ফলে আসনটি মহাজোটের প্রার্থীর জন্য ফাঁকা রাখা হয়।
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেননের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে তিনিই হচ্ছেন মহাজোটের প্রার্থী।