04/21/2025 নির্বাচনে সুশিক্ষিত জনপ্রতিনিধি চান তরুণ ভোটাররা
Mahbubur Rohman Polash
৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৭
দেশের মোট ভোটারের এক চতুর্থাংশই তরুণ, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, দক্ষ ও সুশিক্ষিত জনপ্রতিনিধি দেখতে চান। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির পাশাপাশি বর্তমান রাজনীতির সংস্কার করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তরুণরা। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি সংস্কারের পাশাপাশি তরুণদেরও রাজনীতিতে এগিয়ে আসতে হবে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সব জায়গায় এখন আলোচনার ঝড়। এ নিয়ে ভাবছেন দেশের নতুন ও তরুণ ভোটাররা। আগামী নির্বাচনে যাদের ভোট গুরুত্ব পাবে নতুন সরকার গঠনে।
তরুণরা বলেন, 'সংসদ সদস্যরা অনেক বয়স্ক হয়ে থাকে। যদি তরুণদের মধ্যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়। তাহলে তারা তরুণদের নিয়ে বেশি কাজ করবে।'
তরুণ প্রজন্মের ভোটাররা চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়োগে দীর্ঘসূত্রিতা কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধি চান।