04/24/2025 নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত
Mahbubur Rohman Polash
১১ ডিসেম্বর ২০১৮ ১৯:১৫
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এটি বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা। তারাই আমাদের নেতাকে গুলি করে হত্যা করেছে।