04/20/2025 এবার রোবটের সঙ্গে অনুশীলনে নামবে বাংলার প্যাডলাররা
Mahbubur Rohman Polash
১৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩০
বিষয়টা ক্রিকেটের বোলিং মেসিনের মতো৷ আউটডোরের বদলে ইনডোর গেমসে ব্যবহৃত হয় বলে আঙ্গিক আলাদা৷ নাহলে কার্যকারীতায় হুবহু একই৷ টেবিল টেনিসে অনুশীলনের জন্য ব্যবহৃত এমন বোলিং মেশিনকেই রোবট মেশিন বলে ডাকা হয় সাধারণত৷
ক্রিকেটের বোলিং মেশিন দেখতে অভ্যস্থ শহর কলকাতা৷ তবে টেবিল টেনিসের এই রোবট মেশিন কদাচিৎই চোখে পড়ে শহরে৷ এবার থেকে এমন রোবট মেসিনের সঙ্গে, বরং বলা ভালো যান্ত্রিক প্রতিপক্ষের বিরুদ্ধে টেবিল টেনিসের অনুশীলন সারতে পারবেন বাংলার শিক্ষানবিশ তথা খেলোয়াড়রা৷
স্ট্যাগের সহায়তায় কোরিয়ান টেকনলজিতে তৈরি এমনই এক ডাবল হেডেড রোবট মেশিন পেতে চলেছে চিলড্রেন্স লিটল থিয়েটার বা সংক্ষেপে সিএলটি৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লক্ষাধিক টাকা মূল্যের এমনই একটি অত্যাধুনিক রোবট মেশিন দিচ্ছে সিএলটিকে, সোমবার বিকালেই যার উদ্বোধন হবে বাংলার একঝাঁক টেবিল টেনিস তারাকাদের সমাবেশে৷মিনিটে ১৩০টি বল ছুঁড়তে পারে এমন রোবো মেশিনটির সাহায্যে খেলোয়াড়রা ৮৫ রকমের শট অনুশীলন করতে পারবেন৷