04/21/2025 বাংলার যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা প্রতিষেধক-রাজউক চেয়ারম্যান
Mahbubur Rohman Polash
১৮ ডিসেম্বর ২০১৮ ২০:১৭
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৮ (বালক ও বালিকা) চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক এর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এ্যাডিশনাল ডিআইজি রগফার সুলতানা সহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে ঢাকা শহরের বালক বালিকাদের খেলাধুলার জন্যে রাজউক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
রাজধানী কতৃপক্ষের অধীনস্ত জায়গা গুলোর যেখানে খেলাধুলার জায়গা নাই, সেই সমস্ত এলাকা চিহ্নিত করে সেখানে আধুনিক মানসম্মত খেলাধুলার জন্য জায়গা সৃস্টি করে সেখানে আধুনিক মানসম্মত খেলাধুলার জন্য স্টেডিয়াম নির্মান কাজ করা হবে। উত্তরাতে এরকম দুটি আধুনিক মানসম্মত খেলাধুলার জন্য স্টেডিয়াম নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও চলবে।
তিনি আরও বলেন কিশোর ও তরুনরা যেভাবে ঘড়ের ভীতর সারাদিন বন্দি থেকে সেলুলয়েডের মধ্যে নিয়ে আটকিয়ে রাখছে। এতে করে তরুনদের মেধা বিকাশের অন্তরায় বলে তিনি মনে করেন।