04/21/2025 মওদুদ সাহেবের ২২ বছরের কাজের সঙ্গে আমার ১২ বছরের কাজ মিলিয়ে দেখেন: কাদের
Mahbubur Rohman Polash
২২ ডিসেম্বর ২০১৮ ১৪:৪০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, তার নির্বাচনী জনসভায় ১০০ জনও নেতাকর্মী নেই। তিনি মৃত ব্যক্তির নামে ভুয়া কাগজ করেও বাড়ি রক্ষা করতে পারেননি। ২২ বছরে তিনি কোনও কাজ করেননি। আপনারা মওদুদ সাহেবের ২২ বছরের কাজের সঙ্গে আমার ১২ বছরের কাজ মিলিয়ে দেখেন। যার উন্নয়ন বেশি তাকে আপনারা ভোট দিন।
শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালীক ইউনিয়নের জনতা বাজারে খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নালিশ পার্টি। এদের নালিশ ছাড়া কোনও কাজ ও সম্বল নেই।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের প্রতিশ্রুতি এবার প্রত্যেক গ্রামকে শহর করা হবে। নোয়াখালী খাল ও জোরালগঞ্জ সড়কের কারণে আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, গত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার আমলে নারীরা হাইকোর্টের বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, পুলিশের এসপি, জেলার ডিসি ও সচিবালয়ের সচিব হয়েছে।