05/06/2025 শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট : যুবলীগ দক্ষিন
Mahbubur Rohman Polash
২৮ ডিসেম্বর ২০১৮ ২১:২০
ঢাকা দক্ষিন যুবলীগ যেন চলন্ত পোস্টার,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট মানেই
ব্যাতিক্রমী আয়োজন, যেন অভিনব রাজনৈতিক কৌশল,শেখ হাসিনাকে ভালোবাসে তার নিজের থেকেও বেশী,
একাদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে নানা ধরনের প্রচার প্রচানা চালিয়েছে, এর মধ্য যুবসমাবেশ, যুব শোডাউন, এবং মহানগরীর ৮ টি আসনে যুবলীগ কতৃর্ক যুবসমাবেশ, নির্বাচনী গন সংযোগ, সহ বিভিন্ন জনসংযোগ, অব্যাহত রেখেছে, যদিও জনাব ইসমাইল চৌধুরী সম্রাট হেভিওয়েট প্রার্থী ছিলেন প্রচার প্রচারণায় ছিলো সবার থেকে এগিয়ে, নির্বাচনী তফসিল ঘোষনার এক মাস পূর্বে থেকে ১৭৫ টি, টিম দিয়ে ঢাকা শহরের ভোট কেন্দ্র ভিওিক, কমিটি করে ভোটার দের শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অভিহিত করা,এবং বিএনপি ও জামাত জংগী সংগঠন তার জন্য এদলকে নিশিদ্ধ করার দাবীতে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী ঢাকার রাজপথে দূর্বার বিক্ষোভ গড়ে তোলা সহ নানা মূখী মানবিক কার্যক্রম চালিয়েছে এর মধ্য নিরন্ন মানুষদের রাতের খাবার প্রতি রাতে ২০০০ হাজারের বেশী লোক একটানাভাবে চালিয়ে আসছে শেখ হাসিনার সবার জন্য খাদ্য ঘোষনার পর হতে,শেখ হাসিনার প্রতি তার বিশ্বস্ততা,ও ভালো বাসা এতটাই যে কোন সিদ্ধান্ত মেনে নিতে এতটুকু মনখারাপ হয়না তার তিনি নিজে ঢাকা ০৮ এর একমাত্র প্রার্থী হওয়া সত্তেও দলের সার্থে,দেশের টানে নেএীর প্রতি অবিচল আস্থাবান হিসাবে নিজেকে গুটিয়ে নেন বিনা বাক্যে,শুূূধু তাই নয়, যুবলীগ এর নেতা কর্মী এবং তার অনুগতদের নিয়ে মহাজোট প্রাথী রাশেদ খান মেননের পক্ষে ঢাকা শহরে সবচাইতে বড় নির্বাচনী শোডাউন, সহ নির্বাচনী গনসংযোগে ব্যাস্ত,গতকাল ছিল নির্বাচন কমিশনের বেধে দেওয়া শেষ নির্বাচনী প্রচার প্রচারনার শেষ দিন, দেশ বাশী দেখলো যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ এর আরেক শোডাউন যা জাতিয় গনমাধ্যম গুলো গুরুত সহকারে প্রকাশ করেছে। শেখ হাসিনা পাগল দক্ষ সংগঠক ইসমাইল চৌধুরী সম্রাট নির্বচনী প্রচার বন্ধ হওয়ায় কিভাবে জনগনের কাছে সর্বদা নৌকার জয়গান এবং নেএীর সালাম পৌছানো যায় এজন্য যুবলীগ দক্ষিনের প্রতিটি কর্মীদের চলন্ত পোস্টারে রুপান্তরিত করলো তার তার অভিনব কৌশলে শীতের হাত হতে রক্ষা পাওয়ার জন্য তার কর্মীদের চাদর উপহার দিল। আর সেই চাদরের মধ্য খোদাই করে লিখা " শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন ", যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন।