04/19/2025 চলে গেলেন মুন্সীগঞ্জের বর্ষীয়ান আঃ নেতা ফকির আঃ হামিদ।
gazi anwar
১৩ জানুয়ারী ২০১৯ ১৮:২৯
মউমুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও মুন্সীগঞ্জের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ ফকির আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি..........রাজিউন)।
আজ রবিবার বিকেল পৌনে ৩টায় ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৮। তিন এক ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
আগামীকাল সোমবার বেলা ১১টায় লৌহজং কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃতুতে আমাদের অধিকার পএ এবং স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি শোক জানিয়েছেন। লৌহজং উপজেলা আওয়ামী লীগ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।