05/11/2025 DITF-২০১৯ এ টানা ০৬ বারের মতো চলছে বিনামূল্য অটিস্টিকস দের বিনোদন
gazi anwar
২৭ জানুয়ারী ২০১৯ ০৪:১৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে পৃথিবীর বিভিন্ন দেশের নাম করা প্রতিসটান গুলো আসে তাদের ব্যাবসায়ীক প্রসার ঘটাতে, কিন্তু এখানে আসার সুযোগ ছিলো শুধু ব্যাবসায়ী এবং সুস্থ মানুষ গুলোর কিন্তু ব্যাবসায়ী মানুষ গুলোর সাথে তাদের বাচ্চা রা ও আসে,শিশুরা তো আর ব্যাবসায় বাণিজ্য বুঝে না,তার উপভোগ করতে পছন্দ করে,নির্মল বিনোদন ও আনন্দ উপভোগ করতে সে কথা মাথায় রেখে ২০১২ সালে রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালিক ভাইস চেয়ারম্যান সুভাষীস বোস এ,ওয়াদূদ ট্রেড সেন্টার এর স্ততাধিকারী মাহবুর রহমান পলাশ কে মাম মাএ মূল্যে,মেলার অভ্যন্তরে একটি বিনোদন পার্ক করার উৎসাহ প্রদান করে, মাহবুবুর রহমান পলাশ সারিকা ফ্যানটাসি এমাজিং ওয়ার্ল্ড নামে বিনোদন পার্ক তৈরী করে এবং মেলায় আগত মানুষ দের বিনোদ দেয় ,কিন্তু এখানে শুধু সুস্থ সবল রাই উপভোগ করতে পারে ,একদিন মেলায় একটি প্রতিবন্ধী শিশু আসে এবং পার্কের রাঔড গুলোতে উঠতে চায়,তখন অটিস্টিক ও প্রতিবন্ধী দের বিনোদনের ব্যাবস্থা ছিলো না,সেলেটার করুণ আকুতি পলাশের মন কেদে উঠে,সে সময় প্রধানমন্ত্রীর আদরের তনয়া বিশিসট মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল আন্তজার্তিক ভাবে অটিজম আন্দোলন গড়ে তুলে সকলের কাছে একটি উদাহরণ তৈরী করেন,
সারিকা এমাজিং এর সব বিনোদন সায়মা ওয়াজেদ পুতুলের উৎসায়ে বাণিজ্য মেলার অভ্যন্তরসমপূরন বিনামূল্য উপভোগ করতে পারবে এইমর্মে ঘোষণা দেন,সেই থেকে আজও চলছে অটিস্টিক দের বিনামূল্য বিনোদন।
প্রতিবারের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়বে প্রতিবন্ধীরা। আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই ফ্রি রাইডিংয়ের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শী।
মেলায় ফ্রি রাইডিংয়ের উদ্যোগ নিয়েছে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ইমাজিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান পলাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের উৎসাহ ও পরামর্শক্রমে প্রতিবারই এই মেলায় আমরা অটিস্টিক এবং প্রতিবন্ধিদের জন্য সম্পূর্ণ ফ্রি ভাবে বিনোদনের ব্যবস্থা করে আসছি। এবারও এর ব্যতিক্রম হয়নি।
শুধু প্রতিবন্ধী না শিশুদের নির্মল বিনোদন দিতে আরও বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার সহযোগী আয়োজক প্রতিষ্ঠান রপ্তানী উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, সমাজের সুবিধা বঞ্চিত, অটিজম আর প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সব ধরণের বিনোদনের সুযোগ রয়েছে এখানে। টানা পঞ্চমবারের মতো এবারের মেলায় শিশুদের নির্মল আনন্দের খোরাক মিটাচ্ছে ফ্যান্টাসিং এমাজিং ওয়ার্ল্ড শিশু পার্কটি।
মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, মেলার পূর্বদিকে ইপিভির কাছাকাছি রয়েছে শিশু-কিশোরদের বিনোদনের এ পার্কটি। ট্রেন, টু-ইস্ট, নাগরদোলা, হেলিকপ্টার, ঘূর্ণিসহ রয়েছে বেশ কয়েকটি রাইড। ৩০ টাকায় উপভোগ করা যাচ্ছে এক একটি রাইড। তবে আজ থেকে প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুরা বিনামূল্যে উপভোগ করতে পারবে।
ইপিবি সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলছে রাত ১০টা পর্যন্ত। প্রাপ্ত বয়স্কদের জন্য মেলার টিকেটের মূল্য ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০টাকা। প্রথমবারের মতো এবার মেলার টিকিট এবার অনলাইনেও পাওয়া যাচ্ছে। মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাসহ মোট স্টলের মোট সংখ্যা রয়েছে ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি।