04/21/2025 বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল : হানিফ
gazi anwar
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। হানিফ আজ দুপুরে কুষ্টিয়া ২শ’ ৫০ শর্য্যার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা বিভ্রান্তমূলক কথা বার্তা বলছে। তারা যদি তাদের পরাজয়ের কারণ খতিয়ে দেখে চিন্তাভাবনা করে তা হলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য এগিয়ে যেতে পারবে।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুসতানজিদ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, আর এম ও ডাঃ তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি কুষ্টিয়া ষ্টেডিয়ামে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।