আগামীকাল ২২ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯ নারায়ণগঞ্জ বন্দরে ঐতিহাসিক সিরাজদ্দৌলা মাঠ প্রাঙনে
আলহাজ্ব আবুল কাসেম বাদশার সভাপতিত্বে
অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন। বিশিষ্ট ইসলামী গবেষক ও পি,এইচ,পি ফ্যামিলী চেয়ারম্যান, আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান,বিশেষ অতিথি আলহাজ্ব শুকুর মাহমুদ সভাপতি জাতীয় শ্রমিক লীগ
সুলতান আহমদ ২২নং ওয়ার্ড কাউন্সিলর
সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর
উদ্ভোধক করবেন।আবুল জাহের চেয়ারম্যান, আহবায়ক জাতীয় পাটি নারায়নগঞ্জ জেলা
কুরআন তিলাওয়াত পরিবেশন করবেন।
মিশরের শায়খ ক্কারী ইয়াসির মাহমুদ শারকাওঈ
ইরানের শায়খ ক্কারী হামেদ শাকের নেজাদ
ফিলিপাইনের ক্কারী নো'মান পিমবায়াবায়া
বাংলাদেশের শায়খ ক্কারী আহমদ বিন ইউসুফ আল- আযহারী
অনুষ্ঠান পরিচালা করবেন। মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল- আযহারী।
মহিলাদের জন্য পর্দা সহকারে ব্যবস্থা করা হয়েছে।