04/20/2025 বিটিভি ভবনের তৃতীয় তলায় লাইব্রেরিতে আগুন
Mahbubur Rohman Polash
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩২
আজ ২৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের তৃতীয় তলায় লাইব্রেরিতে আগুন লেগেছে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স- এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি জানান, রবিবার ২৪ ফেব্রুয়ারি দুপুর একটা ২০ মিনিটে বিটিভি কম্পাউন্ডের ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।