05/03/2025 গত অর্থবছরে বিমানে লোকসান ২০১ কোটি ৪৭ লাখ
Akbar
১২ মার্চ ২০১৯ ১৭:১৪
ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, গত ২০১৭-১৮ অর্থবছরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে।
গতকাল রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য দেন।
তিন আরো জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিমানের মোট আয় ছিল ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা, ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।