04/19/2025 ঢাবিতে ছুরিকাঘাতে কিশোর নিহত
Akbar
১৬ মার্চ ২০১৯ ১০:২২
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের গেইটের পাশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফ মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯.৫০ মিনিটে মারা যায় আরিফ মিয়া।
আরিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। পিতা মো. হেলাল মিয়া। বর্তমানে হেলাল মিয়া নাজিমুদ্দিন রোডে কুদ্দুস মিয়ার জুতার কারখানায় কাজ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।