04/21/2025 শেরপুরে প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদ করায় তিন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
Mahbubur Rohman Polash
১৭ মার্চ ২০১৯ ০০:০৫
সংবাদ সম্মেলনে অভিযোগ-
শেরপুরে প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদ করায় তিন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবসসহ সরকারি বিভিন্ন দিবস উদযাপনে অনীহার অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর উপজেলার বিরাকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনকি ওই শিক্ষকের নানা অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় তিন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। গতকাল বৃহস্পতিবার (১৪মার্চ) দুপুরে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। ওই এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিরাকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম মজনু মিঞা। তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন এখতিয়ার উদ্দিন আহম্দে দীর্ঘদিন ধরে স্বৈরাতান্ত্রিক কায়দায় বিদ্যালয়টি পরিচালনা করছেন। কমিটিকে না জানিয়ে এককভাবে সব সিদ্ধান্ত নেন। নানা অজুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা উত্তোলন করে পকেটে ভরেন। বিদ্যালয় ফা-ের টাকাও নয়ছয় করেছেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অশোভন আচারণ করে থাকেন। এছাড়া মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সরকারি বিভিন্ন দিবস পালনে অনীহা প্রকাশ করেন বিএনপি সমর্থক হিসেবে পরিচিত এই প্রধান শিক্ষক। মজনু মিঞা আরও বলেন, এসব বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক, আ.লীগ নেতা মনির হোসেন, জিয়াউর রহমান ওরফে জিয়ার সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এরই জেরধরে গত ১০মার্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলড্রেস পরে না আসায় তাকে স্কুলের কক্ষ থেকে বের করে দেন ওই প্রধান শিক্ষক। মূলত এই ঘটনাটি নিয়েই জিয়াউর রহমানের সঙ্গে তার বাকবিত-া হয়েছে। সেখানে মারধর বা লাঞ্ছিত করার মতো কোন ঘটনা ঘটেনি। অথচ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি কু-চক্রী মহলের পরামর্শে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে থানায় চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের করেছে। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তারা। মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সম্মেলনে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারসহ ওই প্রধান শিক্ষকের নানা অপকর্মের তদন্তপূর্বক বিচারের দাবি জানান তিনি। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নবির উদ্দিন, স্থানীয় এলাকাবাসীর মধ্যে আব্দুস সামাদ, নান্নু সরকার, মাসুদ রানা, ছোলায়মান আলী বাবু, মো. কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এ সম্পর্কে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক খান এখতিয়ার উদ্দীন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।
সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরোজা
বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চেয়ে সহযোগিতা কামনা
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের ভোট ও সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুন। গত ১৪ মার্চ বৃহস্পতিবার শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজা বলেন, আমি একজন বৈধ প্রার্থী আমার নির্বাচনী মার্কা ফুটবল, আমি প্রার্থী হওয়ার পর থেকেই আমার প্রতিদ্বন্দী প্রার্থী মোছাঃ খাদিজা খাতুন ও তার লোকজন বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীকে বিভিন্নভাবে ভয়ভিতী প্রদর্শন ও প্রাণনাশের হুমকী প্রদান করে আসছে। যাহা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রশাসনসহ নির্বাচন কমিশনকে অবহিত করেছি। গত ২ মার্চ ২০১৯ইং তারিখে আমাকে এবং আমার স্বামীকে নির্যাতন করে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করানো হয়েছে। সংবাদ সম্মেরনের সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। এর পর থেকে আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন শাখায় ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আস্বস্থ্য হয়েছি যে, উপজেলায় অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আপনাদের মাধ্যমে সম্মানীত ভোটার ও শেরপুর বাসীকে জানাতে চাই, আগামী ১৮ মার্চ আপনারা ভোট কেন্দ্রে এসে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। আমি সকল বাধা ও হুমকী উপেক্ষা করে প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে আছি এবং থাকব। আপনারা আমার ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আশা ব্যক্ত করেন তিনি।