04/21/2025 সিরাজদিখান বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
Mahbubur Rohman Polash
২০ মার্চ ২০১৯ ১৩:১৮
সিরাজদিখান বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১নং চিত্রকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি। এসময় ওই বিদ্যালয়ের আট জন ছাত্রছাত্রীদের এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। ১নং চিত্রকোট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াকুব খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকছার আলী, ১নং চিত্রকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, সাবেক প্রধান শিক্ষক সুকুমার বিশ^াস, সাবেক সহকারী শিক্ষক হেলাল উদ্দিন মোল্লা, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবুল, চিত্রকোট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জবেদা বেগম, সাবেক ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ।
তারিখ-১৯/০৩/২০১৯ খ্রিঃ।