এম এ মাজেদ ফেনী :
শনিবার ফেনী লালপোল জামেয়া ইসলামীয়া সোলতানিয়া মাদ্রাসায় হাকিমুল ওলামা আল্লামা শাহ মুফতি ছাঈদ আহমদ (রহ:) এর আদর্শ জীবন নামক একটি সংকলন গ্রন্থের মোড়ক মুহতামিম মাওলানা ক্বারী মুহাম্মদ কাসেম এর সভাপতিত্বে উম্মোচন করা হয়েছে। মাদ্রাসার লাইব্রেরী কক্ষে গন্থটির সংকলক ও মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মুহাম্মাদ সালমান বিন মানসুর, মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষষ্ট লেখক ও মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলা তৈয়ব সুলতানী, জাতীয় মানবাধিকার সংস্থা,কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, ডা.মাহতাব হোসাইন মাজেদ, মানবাধিকার নেতা মুহা.সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম,ও ফেনী জেলার বিভিন্ন পএিকার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গ্রন্থটির সংকলক সালমান বিন মানসুর জানান, বইটিতে ছয়শত বাইশ পৃষ্ঠা রয়েছে।হাদিয়া ধরা হয়েছে ৫শ টাকা। বইটির প্রতিটি পাতায় পাতায় রয়েছে সকল মুসলমানের জন্য ই বিভিন্ন বিষয়ের আলোচনা । হাকীমকাুল ওলামা ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি প্রকাশনী থেকে গ্রন্থটিত প্রকাশিত হয়েছে।