04/21/2025 স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি
Akbar
৩০ মার্চ ২০১৯ ১১:২২
ক্রীড়া: ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তারা।
এর মধ্যেই ঢাকার বনানীতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। যাতে প্রাণ হারিয়েছেন ২৫ জন। আহত হয়েছেন ৭৩ জন। এর আগে পুরান ঢাকার চকবাজারে ঘটে মর্মান্তিক অগ্নিকাণ্ড। তাতে মারা যান ৭৮ জন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন।
এসব দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা জাতিকে। সেই শোক ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের। ব্যতিক্রম নন মিস্টার কুলখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।
গেল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, যখন ক্রাইস্টচার্চের মসজিদের দুর্ঘটনার শোক থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি, ঠিক তখনই বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো। তার কিছুদিন আগে পুরণ ঢাকার অগ্নিকাণ্ড। আমাদের অনেকের আত্মীয়-স্বজন প্রাণ হারিয়েছেন। আল্লাহ উনাদের এবং মসজিদে যারা প্রাণ হারিয়েছেন সবাইকে জান্নাত নসীব করুন। আহত সবার সুস্থতার জন্য দোয়া কামনা করি। আমীন।