05/25/2025 দ্বিপক্ষীয় বৈঠকে লোটে শেরিং ও প্রধানমন্ত্রী
Akbar
১৩ এপ্রিল ২০১৯ ১১:৩৮
ঢাকা,১৩ এপ্রিল,২০১৯(আধিকারপত্র): দ্বিপক্ষীয় বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ১০টার দিকে লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, নৌ পরিবহন, পর্যটন খাতে সহযোগিতা এবং জনপ্রশাসন খাতে প্রশিক্ষণের বিষয়ে এই সমঝোতা স্মারক সই হবে।
চার দিনের সফরে শুক্রবার ঢাকায় পৌঁছান লোটে শেরিং; বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শেখ হাসিনা।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর।