10/29/2025 সিরাজদিখানে ১লা বৈশাখের র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
১৪ April ২০১৯ ১৬:০৮
মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পহেলা বৈশাখ উপলক্ষ্যে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার শিকদার কমপ্লেক্স সিনেপ্লেক্স এর সামনে থেকে বের হয়ে গোয়ারবাড়ী মোড় (ইউএনও) পার্কে গিয়ে সমাপ্তি ঘটে। এরপর পান্তা ইলিশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।