05/25/2025 সিরাজদিখানে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
Mahbubur Rohman Polash
১৬ এপ্রিল ২০১৯ ২১:৩৩
সিরাজদিখানে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিস থেকে র্যালীটি বের হয়ে ইউএনও পার্কে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুন অর-রশীদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, কানুনগো হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু হানিফসহ তহশিলদারগন। আলোচনা সভা শেষে প্রধান অতিথী সেবা গ্রহীতা এবং শ্রেষ্ঠ স্টলের পুরস্কার প্রাপ্তদের হাতে খাজনার দাখিলা, শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৭১০৪৭১৯৪৭
তারিখ-১৬/০৪/২০১৯ খ্রিঃ।