05/25/2025 বগুড়ার শেরপুরে পৃথক ধর্ষণের চেষ্টা ॥ দুই লম্পট আটক
Mahbubur Rohman Polash
১৬ এপ্রিল ২০১৯ ২৩:১১
বগুড়ার শেরপুরে পৃথক ধর্ষণের চেষ্টা ॥ দুই লম্পট আটক
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক ধর্ষণের চেষ্টা ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে অভিযোগের প্রেক্ষিতে এনামুল হক (৩২), ও আবু শামিম (৩২) কে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে শুভগাছা দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রি (১০) গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলপাড়া ক্ষেত এলাকা থেকে ছাগলের জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতেছিল এ সময় একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এনামুল হক পূর্ব থেকে তাদের ভুট্টার জমি দেখতে গিয়ে পাশের জমিতে ওই ছাত্রিকে ভুট্টার পাতা ছিড়তে দেখে তাকে জোড় পূর্বক ভুট্টার ক্ষেতের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রিটির চিৎকারে মাঠে কাজ করা আশপাশের কৃষকরা এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রির বাবা গোলজার হোসেন বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুর থানায় এনামুলকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের এস আই ইকবাল হোসেন ভুইয়া সঙ্গিয় ফোর্স নিয়ে লম্পট এনামুলকে শেরপুর পৌর শহরের তালতলা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন। অপরদিকে কুসুম্বি ইউনিয়নের উচুল বাড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে দলিল লেখক আবু শামিম দীর্ঘদিন ধরে পাশের বাড়ির মুদি দোকানদারের স্ত্রী মোর্শেদা (৪২)কে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না পেয়ে আবু শামিম গত সোমবার সন্ধ্যায় ওই গৃহবধুর বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আবু শামিমকে হাতেনাতে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশের এস আই আতোয়ার হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে আবু শামিমকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে মোর্শেদা বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া শেরপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গিকার এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়া শেরপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৬ এপ্রিল) বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৬-২০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা (চাঃ দাঃ) ডা: মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোকছেদা খাতুন, জরুরী বিভাগের ইনচার্জ গোলাম মোর্তজা, আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে প্রামে থেকে মানুষকে চিকিৎসা প্রদানে উৎসাহিত করতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করতে হবে, চিকিৎসকরা গ্রামে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে অগ্রগতির বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
বগুড়া শেরপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে “সততা ষ্টোর” উদ্ধোধন
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে বগুড়া শেরপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে “সততা ষ্টোর” উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শেরপুর টাউন কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শেরপুর টাউন কলোনী এ.জে উচ্চ বিদ্যালয়ে সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান “সততা ষ্টোর” উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম। এছাও উপস্থি ছিলেন, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শেরপুর টাউন কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারগীস সুলতানা, শেরপুর টাউন বারোয়ারী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিন্দ্রনাথ রায়, আব্দুল মান্নান, টিম নুরুল আলম, আঃ হামিদ আল বাসার, জেলহক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখান থেকে শিক্ষার্থীরা তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।