05/25/2025 সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব সংসদে জমা
Mahbubur Rohman Polash
১৭ এপ্রিল ২০১৯ ০৫:০৪
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়স ৬২ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রস্তাবটি সংসদের আইন শাখা-২ এ ইতিমধ্যে জমাও দিয়েছেন রাশেদ খান মেনন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তরুণ সমাজের দীর্ঘ দিনের জানিয়ে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আজ গণমাধ্যমকে বলেন, এটি আমার কাছেও একটি যৌক্তিক দাবি বলে মনে হয়। এ জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি আনা হবে।
আগামী ২৪ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।