05/25/2025 সিরাজদিখানে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Mahbubur Rohman Polash
২৩ এপ্রিল ২০১৯ ২২:০৮
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ মতিন হাওলাদার, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনির হোসেন, সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক হিমেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।