04/21/2025 নিহতের সংখ্যা একশ’র বেশি কমাল শ্রীলংকা
Akbar
২৬ এপ্রিল ২০১৯ ১৩:০৯
আন্তর্জাতিক,২৬ এপ্রিল(অধিকারপত্র): ইস্টার সানডেতে বোমা হামলায় নিহত লোকের সংখ্যা একশ’রও বেশি কমিয়ে এনেছে শ্রীলংকা সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যার পূর্ববর্তী হিসাবে ভুল থাকায় এ সংশোধন আনা হয়েছে।
নতুন সংশোধিত হিসাব অনুযায়ী এ হামলায় ২৫৩ জন নিহত হয়েছে বলে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।
গেল রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ ও আহতের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে বলে জানানো হয়েছিল।
হামলায় নিহতদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক ও প্রায় অর্ধশত শিশু ছিলো বলে কর্তৃপক্ষ জানিয়েছে।