04/19/2025 ওজন বাড়াতে সিরিঞ্জে জেলি ভরে তা ঢোকানো হয় গলদা চিংড়ির শরীরে।
Mahbubur Rohman Polash
২৬ এপ্রিল ২০১৯ ১৪:৪৫
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নগরের ফিশারি ঘাট মাছ বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফিশারি ঘাট মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় চিংড়িতে জেলি, পোয়া মাছে রং এবং জাটকা বিক্রির অপরাধে ৩ মাছ বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি, ক্ষতিকর রং মিশ্রিত ৪৫ কেজি পোয়া মাছ এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ ড্রেনে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
অভিযানে মৎস্য পরিদর্শক হিরন মিয়া, উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা এবং পুলিশের সদস্যরা অংশ নেন।