04/20/2025 পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী
Akbar
২৮ এপ্রিল ২০১৯ ১৩:৩৬
চাঁদপুর,২৮ এপ্রিল(অধিকারপত্র):সব পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল-ত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসংগতি আছে, কিছু সমস্যা আছে। আমরা এ বছর সব পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি, রিভিউ করছি। যেসব সমস্যা আমরা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে।’
শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী পাঠ্যপুস্তকে কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান।
দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা যেমন প্রশ্নফাঁস মুক্ত ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তেমনি এইচএসসি পরীক্ষাও এখন পর্যন্ত আল্লাহর রহমতে অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে। তাই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এবং সাংগঠনিক সম্পাদক তাফজ্জল হোসেন।
এছাড়া নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।