04/20/2025 পেছালো দুই বোর্ডের এইচএসসি পরীক্ষা
Akbar
২৮ এপ্রিল ২০১৯ ১৯:০১
ঢাকা,২৮ এপ্রিল(অধিকারপত্র):প্রশ্নের ভুল খাম কেটে ফেলার কারণে পিছিয়ে দেয়া হয়েছে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের সোমবারের পরীক্ষা। এ দুই বোর্ডের ২৯ এপ্রিল সকালে নির্ধারিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষাটি ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রোববার অনুষ্ঠিত হয়েছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র পরীক্ষা। কিন্তু ফরিদপুরের আলফাডঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ১ম পত্রের পরিবর্তে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্নের ফয়েল খাম কেটে ফেলেন শিক্ষকরা। অপরদিকে খুলনার পাইকগাছা উপজেলার কলিপমুনি-২১৭ কেন্দ্রেও একই ঘটনা ঘটে। এ কারণে দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্রের পরীক্ষাটি নতুন প্রশ্নপত্রে নিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) ঢাকা ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়, ২৯ এপ্রিলের নির্ধারিত অন্যান্য পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।