05/24/2025 সিরাজদিখানে মাদকসেবীদের অধিকার ক্ষুন্ন
Mahbubur Rohman Polash
৩০ এপ্রিল ২০১৯ ১৮:০৯
সিরাজদিখানে মাদক সেবনের প্রস্তুতের অপরাধে তিন মাদক সেবীকে অর্থদন্
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে সিরাজদিখানে মাদক সেবনের প্রস্তুতের অপরাধে তিন মাদক সেবীকে অর্থদন্ড করা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা ভূমি অফিস কক্ষে এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিনাত ফৌজিয়া। দন্ডপ্রাপ্তরা উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের আমির হোসেনের পুত্র রোমান হোসেন, সাইজ উদ্দিনের পুত্র মোঃ হাসান শেখ ও মৃত এন্তাজ উদ্দিনের পুত্র আঃ সালাম মিয়া।
সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার ইছাপুরা গ্রাম থেকে ওই তিন মাদক সেবীকে মাদক সেবনের প্রস্তুত করার সময় সিরাজদিখান থানার এ,এস,আই আব্দুল আল মামুন তাদের হাতে নাতে আটক করে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সোর্পদ।