05/25/2025 আমি ফেল করার মানুষ না: অর্থমন্ত্রী
Akbar
১ মে ২০১৯ ১২:৫৭
ঢাকা, ১ মে(অধিকারপত্র):অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের যে অগ্রধিকারের জায়গাগুলো রয়েছে তার মধ্যে পুঁজিবাজার অবশ্যই রয়েছে। বাজেট থেকে পুঁজিবাজার অনেক সুযোগ-সুবিধা পাবে। কিন্তু শেয়ার তো বিক্রি করে ফেলেছেন। আমি আপনাদের ভালো চাই, পুঁজিবাজারের ভাল চাই। আমি ফেল করার মানুষ না।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্লাটফরম উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। ডিএসইর স্মল ক্যাপ মার্কেট উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে বাদ দিয়ে দেশের অর্থনীতি ভালো হবে না। উন্নয়নকে ধরে রাখতে হলে পুঁজিবাজারকে সঙ্গে নিয়ে যেতে হবে। পুঁজিবাজার খারাপ হবে কীভাবে? আমার মাথায় ঢোকে না। আমরা সবাই জানি, কিছু দিন পর একটি বাজেট আসবে।
তিনি বলেন, প্রত্যেক দেশেই যখন বাজেট হয়, সেই বাজেটে কিছু অগ্রাধিকার থাকে। পুঁজিবাজারের সঙ্গে লাখ লাখ পরিবার জড়িত থাকে। এই লাখ লাখ পরিবারকে বাদ দিয়ে সরকার কখনো এগিয়ে যাওয়ার চিন্তা করে না। আপনারা সত্যিকারের যদি বিনিয়োগকারী হন, তাহলে কিছু না কিছু ক্ষেত্র থাকবে যেখান থেকে আপনারা লাভবান হবেন।
পুঁজিবাজার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন ইঙ্গিত করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বিনিয়োগকারীরা কেন কোন বিবেচনায় শেয়ার বিক্রি করছে তা আমার মাথায় ঢোকে না। যখন শেয়ারের দাম বাড়বে, তখন আপনার কাছে শেয়ার থাকবে না।
দেশের পুঁজিবাজার আরো শক্তিশালী অবস্থায় যাওয়ার দরকার ছিল এমন মন্তব্য করে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, পার্শ্ববর্তী দেশের পুঁজিবাজার ফলো করেন। ভারতকে ফলো করেন। আমরা মালয়েশিয়াকে ফলো করি, সিঙ্গাপুরকে ফলো করি, তাহলে বিপর্যয় আসার সম্ভাবনা থাকবে না। আমি বিশ্বাস করি, আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী অবস্থায় আছে।
তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আরো বলেন, বিএসইসি চেয়ারম্যান জানেন, কোনগুলো ভালো ইস্যুয়ার। তিনি ভালো আইন-কানুন জানেন। এ সময় বিএসইসি চেয়ারম্যানকে নার্ভাস না হওয়ার জন্য বলেন অর্থমন্ত্রী।।