04/21/2025 ওড়িষায় আঘাত হেনেছে ফণি
Akbar
৩ মে ২০১৯ ১২:০৫
আন্তর্জাতিক,০৩ মে(অধিকারপত্র): ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ভারতের ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড় ফণি।
ভারতের আবহাওয়া দপ্তরর পূর্ভাবাস দিয়েছিল, বিকেল ৩টার দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণি। কিন্তু তার আগেই সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওড়িষা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে।
সে সময় বাতাসের একটানা সরোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
ফণি দুপুর ১২টা পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালানোর পর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে আসবে বলে পূর্ভাবাসে বলা হয়েছে।
পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওড়িশার পুরী, গোপালপুরসহ বিভিন্ন এলাকা।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের হিসেব অনুযায়ী গত ২০ বছরে এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে পরিণত হয়েছে ফণি। এর আগে ১৯৯৯ সালে এই মাত্রায় পৌঁছানো সুপার সাইক্লোনে প্রায় ১০ হাজার মানুষ মারা গিয়েছিলেন, ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ফণি দিঘা উপকূল দিয়ে ঢুকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু প্রভাব পড়বে এই গতিপথের দুই পাশের বিস্তীর্ণ এলাকায়।