04/20/2025 পাসের হারে দেশ সেরা রাজশাহী
Akbar
৬ মে ২০১৯ ১৫:১৯
রাজশাহী,০৬মে(অধিকারপত্র): এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার সর্বোচ্চ ৯১ দশমিক ৬৪ শতাংশ। রাজশাহীতে গত বছর পাশের হার ছিল ৮৬ দশমিক ৭ শতাংশ।
এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ ও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।
রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। রাজশাহীতে এবার পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী।