04/19/2025 শিশু ধর্ষণ বেড়েই চলেছে
Admin 1
১০ এপ্রিল ২০১৭ ০২:৪৪
চলতি বছরের প্রথম তিন মাসে ১৪৫টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেশি। পাশাপাশি, গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) পরিসংখ্যান থেকে শিশু ধর্ষণের এ চিত্র পাওয়া গেছে। শিশুবিষয়ক বেসরকারি সংস্থাগুলোর জাতীয় নেটওয়ার্ক বিএসএএফ ১০টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে বছরওয়ারি হিসাব রাখে।
আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্যহীনতা, আইনের সঠিক প্রয়োগ না হওয়া এবং অভিভাবকের অসচেতনতা শিশু ধর্ষণ বৃদ্ধির বড় কারণ। প্রতিরোধে দরকার দ্রুত বিচার এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করা।
বিএসএএফের তথ্য বলছে, এ বছরের প্রথম তিন মাসে মোট ১৪৫টি শিশু ধর্ষণের শিকার হয়। ২০১৬ সালে একই সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল ৯৬টি। অর্থাৎ, তিন মাসে ৪৯টি বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি, একই সময়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। একই সময়ে গত বছরে এই সংখ্যা ছিল ১২।