10/29/2025 শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহ
Akbar
৮ May ২০১৯ ১২:৪৩
বিনোদন,০৮ মে (অধিকারপত্র):সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেয়া হয়েছে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। সেখানে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ।
বুধবার বেলা সোয়া ১১টায় সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে তার মরদেহ আনা হয়।
উপস্থিতিদের মধ্যে রয়েছেন- নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গণপূর্তমন্ত্রী রেজাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, খুরশিদ আলম, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রফিকুল আলম, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গীতিকবি শহীদুল্লা ফরায়েজী, ফুয়াদ নাছের বাবু, নকীব খান, শুভ্রদেব, চিত্রনায়িকা নূতন, এসডি রুবেল, চিত্রনায়ক উজ্জ্বলকে।
সংগীত, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের মানুষও এসময় তাকে ফুল দিয়ে শ্রদ্ধ নিবেদন করেন।
এদিকে, আজ সকাল পৌনে সাতটার দিকে ঢাকায় পৌঁছায় সুবীর নন্দীকে বহনকারী বিমানটি। এরপর বিমানবন্দর থেকে তার কিংবদন্তী এ সংগীত শিল্পীর মনদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রীনরোডের বাসায়।
সেখান থেকে বেলা ৯টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে ফুলে ফুলে ঢেকে দেয়া হয় সুবীর নন্দীকে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে এরপর তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর নিয়ে যাওয়া হবে এফডিসিতে।
উল্লেখ্য, গেল ১৪ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সুবীর নন্দী। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।