04/21/2025 তিউনিশিয়ায় নৌকা ডুবে ৭০ জন শরণার্থীর মৃত্যু
Akbar
১১ মে ২০১৯ ১২:১১
আন্তর্জাতিক. ১১ মে (অধিকারপত্র): ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে শুক্রবার শরণার্থীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এক বিবৃতিতে জানিয়েছে।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নৌকাটি বৃহস্পতিবার লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী যুওয়ারা থেকে যাত্রা করেছিলো। তবে সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি উল্টে যায়।
এ নৌকা ডুবির ঘটনাটি চলতি বছরে শরণার্থীবাহী নৌকা ডুবির ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
তবে এত দুর্ঘটনা ও প্রাণহানীর সত্ত্বেও সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর সংখ্যা কমছেই না বরং দিন দিন বিশ্বজুড়ে এ শরণার্থী সঙ্কট আরো বৃদ্ধি পাচ্ছে।