05/25/2025 সিরাজদিখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত
odhikar patra
১২ মে ২০১৯ ২৩:১৫
(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান থানা এলাকার গুরুত্বপূর্ণ বাজার ও মার্কেটের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক হিমেলে হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ওসি (তদন্ত), প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোতাহার হোসেন, সহ সম্পাদক মো. আলম, ইমামগঞ্জ বাজার সভাপতি নজরুল ইসলাম, পাথর ঘাটা বাজার সভাপতি মুরাদ হোসেন প্রমুখ।