04/21/2025 ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন শাবি'র মো: রুহুল আমিন
Akbar
১৬ মে ২০১৯ ১৪:১০
ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন।
সোমবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মোহাম্মদ রুহুল আমিন সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জন্মগ্রহণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শোভন ভাইয়ের নেতৃত্ব সততার সাথে কাজ করে যাবো।'