
আজ বাদ জুমা মসজিদ গুলোতে বিশেষ প্রার্থনায় এরশাদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
এছাড়া এরশাদের রোগমুক্তির জন্য সকাল থেকেই মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এরশাদের চিকিৎসায় জন্য প্রয়োজনের তুলনায় চিকিৎসকদের বেশি রক্তের ব্যবস্থা থাকায় এখন আর রক্তের প্রয়োজন নেই বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসী বিশেষ প্রার্থনা করায় এবং এরশাদের চিকিৎসায় রক্তের প্রয়োজন এমন সংবাদে দেশবাসীর অভূতপূর্ব সাড়া দেয়ায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি