04/07/2025 ঢাকা বিশ্ববিদ্যালয় দাফতরিক কাজে খ্রিস্টীয় তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করবে
Admin 1
১৪ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল দাফতরিক কাজে খ্রিস্টীয় তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করতে হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দফতরগুলোতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান ভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সবসময়েই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজে বাংলা ঐতিহ্যের অনন্য বাহক বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।