04/18/2025 মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
gazi anwar
১৮ জুলাই ২০১৯ ১৯:৩৩
মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার । এ জন্য মালয়শিয়া সরকার ” Black 4 Good ” নামক একটি কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার ।
এ কর্মসূচি আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের পর্যন্ত চালু থাকবে ।
যে সকল অভিবাসীরা অবৈধ ভাবে ্মালয়শিয়া অবস্থান করছেন তাদেরকে আগামি ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সুযোগ পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় /সরকার ।
অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ ব্যক্তিদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: