04/20/2025 সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় নিহত ১ ।
সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় নিহত ১ ।
gazi anwar
২০ জুলাই ২০১৯ ১৯:২৯
বিপ্লব সাভার: সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।
শনিবার সকালে নবীনগর চন্দ্রা মসহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ভটভটিতে ময়লা নিয়ে মোজারমিল এলাকায় ফেলাতে যান কয়েকজন শ্রমিক। এসময় অজ্ঞাত একটি গাড়ি ময়লা বোঝাই গাড়িটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতাল ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভটভটি চালক মারা যান। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: