04/22/2025 শোকাবহ আগস্টের প্রথম দিনে পাবনা যুবলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
gazi anwar
১ আগস্ট ২০১৯ ১৮:৩৭
আর কে আকাশ, পাবনা:
শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক’র নেতৃত্বে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। এ দিনে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই, ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের।
যুবলীগ পাবনা জেলা শাখা শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে শোকাচ্ছন্ন পুরো আগস্ট মাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে।
এ কর্মসূচী সমূহের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতার সংগ্রামী ও কর্মময় জীবন, তাঁর আদর্শ, বাংলার মানুষের প্রতি তার ভালবাসা, বাঙালী জাতির অধিকার, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য মামুন হায়দার রনি, আব্দুল্লাহ আল মামুন বাবু, আরিফুল ইসলাম টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ. এম. হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।