মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসবে। খবর এএফপি’র।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ১৯৮৭ সালে ¯œায়ুযুদ্ধ নিরসনে চুক্তিটি করেন।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। মস্কো বারবার চুক্তির শর্ত ভঙ্গ করছে বলে অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।